আজকাল ওয়েবডেস্ক:‌ অশোকনগরে রেল অবরোধ। অবরোধ তুলতে লাঠিচার্জের অভিযোগ উঠল জিআরপি’‌র বিরুদ্ধে। শুক্রবার সকালে লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার প্রতিবাদে অবরোধ শুরু হয়েছিল অশোকনগর রোড স্টেশনে। যার জেরে বনগাঁ–শিয়ালদহ শাখায় ব্যাহত হয় লোকাল ট্রেন পরিষেবা। আপ ও ডাউন লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে যায়। ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। প্রায় দু’‌ঘণ্টা চলে অবরোধ। জিআরপি লাঠিচার্জ করে অবরোধ উঠিয়ে দেয় বলে অভিযোগ। কয়েক জনকে আটকও করা হয়েছে। লাঠির আঘাতে কয়েকজন আহত হন বলে খবর। সকাল সাড়ে ৯টা নাগাদ ফের ট্রেন চলতে শুরু করে। 


অবরোধকারীরা জানান, বনগাঁ থেকে ছাড়া মাঝেরহাট লোকাল অধিকাংশ দিন মাঝেরহাট স্টেশন পর্যন্ত যায় না। কখনও বারাসত, কখনও কলকাতা স্টেশনে গিয়ে যাত্রা শেষ করে ট্রেন। এর প্রতিবাদেই সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় অবরোধ। জানা গেছে, সকাল সাড়ে ৭টায় ডাউন মাঝেরহাট লোকাল অশোকনগর স্টেশনে ঢুকতেই ট্রেন অবরোধ শুরু হয়। অবরোধের জেরে বনগাঁ–শিয়ালদহ লাইনে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ হয়ে যায়। 


এদিকে ট্রেন দাঁড়িয়ে থাকায় অশোকনগর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং দীর্ঘক্ষণ ছিল বন্ধ। ফলে যশোর রোডেও যানজটের সৃষ্টি হয়। দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি।