আজকাল ওয়েবডেস্ক: বিপর্যস্ত উত্তর সিকিম। টানা বৃষ্টিতে নেমেছে ধস। ফুঁসছে তিস্তা। গত বৃহস্পতিবার ১০০০ ফুট নিচে তিস্তায় পড়ে গিয়েছিল গাড়ি। মারা যান কমপক্ষে এক জন। নিখোঁজ বহু। এই পরিস্থিতিতে ১০ নম্বর জতীয় সড়কে (সেবক–রংপো) গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হল।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২ ও ৩ জুন সকাল আটটা থেকে দুপুর ২টো অবধি বন্ধ থাকবে সুন্টালি, লিখুবীর ও মেল্লি। শিলিগুড়ি থেকে এই জায়গাগুলোয় যাওয়া যায়।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকতে পারে। এমনকী দার্জিলিং, কালিম্পং, নামচি, গ্যাংটকের রাস্তাতেও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এটা ঘটনা উত্তর সিকিম একেবারে বিপর্যস্ত। টানা বৃষ্টির জেরে একাধিক রাস্তায় ধস। একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। তার উপর তিস্তার জলস্তর বেড়ে গিয়েছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এই অবস্থায় জরুরি নির্দেশিকা জারি করল প্রশাসন।
