আজকাল ওয়েবডেস্ক: ফুকেটের একটি ব্যস্ত রাস্তায় হাঁটার সময়, একজন থাই মহিলা একজন পর্যটকের মাথায় একটি আরশোলা দেখতে পান। কোনও দ্বিধা না করেই তিনি ওই পর্যটকের মাথা থেকে সেটি ছুঁড়ে ফেলে দেন। এরপরেই ঘটে যায় অবাক কাণ্ড। পর্যটকটি ওই মহিলাটির সঙ্গে রীতিমতো ঝগড়া জুড়ে দেন। আরশোলাটি তাঁর পোষ্য ছিল। 

পাটোং সমুদ্র সৈকতের কাছে ক্যামেরায় ধরা পড়েছে এই অদ্ভুত মুহূর্তটি। ফেসবুক পেজ কাম্পেং ফেট কমপ্লেইনটস ভিডিওটি শেয়ার করেছে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ifeng Official (@ifenglobal)