সংবাদসংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
জয়ার সম্পর্ক
অমিতাভ বচ্চনকে কীভাবে সম্বোধন করতেন জয়া বচ্চন? নিজেই জানালেন নাতনি নভ্যা নভেলি–র পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’–য়। বললেন, অমিতাভকে বরাবরই আপনি সম্বোধন করে এসেছেন তিনি। ৫০ বছরের বিবাহিত জীবনে কোনও দিন তুমি করে বলেননি। সম্পর্ক ভাল রাখতে এই সম্মানটা জরুরি, সেটা এই প্রজন্মকে মনে করিয়ে দিয়েছেন ‘মিলি’।
তৈমুরের স্বপ্ন
বড় হয়ে কী হতে চায় তৈমুর আলি খান? সইফ আলি খান ও করিনা কাপুরের বড় ছেলেও কি অভিনয়ের দিকে যাবে? বাবার কথায়, ছেলে লিড গিটারিস্ট আর ফুটবলার হতে চায়। সফল ফুটবল খেলোয়াড় হতে নাকি আর্জেন্টিনায় গিয়ে থাকতে চায় তৈমুর! এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন স্বয়ং সইফ। তৈমুর মেসি হতে চায়, সংযোজন মা করিনারও।
জায়েদের দর্শন
বেশ কিছু দিন হল পর্দায় দেখা নেই তাঁর। বলিপাড়ার পার্টিতেও কোথাও হদিশ ছিল না জায়েদ খানের। অবশেষে দর্শন! হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ফাইটার–এর বিশেষ স্ক্রিনিং–এ। জায়েদের দিদি সুজান খানের প্রাক্তন স্বামী হৃতিক। তাঁর ছবির স্ক্রিনিং–এ বেশ কিছুক্ষন কাটিয়ে গেলেন ‘ম্যায় হুঁ না’র ‘লাকি’।
জয়ার সম্পর্ক
অমিতাভ বচ্চনকে কীভাবে সম্বোধন করতেন জয়া বচ্চন? নিজেই জানালেন নাতনি নভ্যা নভেলি–র পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নভ্যা’–য়। বললেন, অমিতাভকে বরাবরই আপনি সম্বোধন করে এসেছেন তিনি। ৫০ বছরের বিবাহিত জীবনে কোনও দিন তুমি করে বলেননি। সম্পর্ক ভাল রাখতে এই সম্মানটা জরুরি, সেটা এই প্রজন্মকে মনে করিয়ে দিয়েছেন ‘মিলি’।
তৈমুরের স্বপ্ন
বড় হয়ে কী হতে চায় তৈমুর আলি খান? সইফ আলি খান ও করিনা কাপুরের বড় ছেলেও কি অভিনয়ের দিকে যাবে? বাবার কথায়, ছেলে লিড গিটারিস্ট আর ফুটবলার হতে চায়। সফল ফুটবল খেলোয়াড় হতে নাকি আর্জেন্টিনায় গিয়ে থাকতে চায় তৈমুর! এক সাক্ষাৎকারে ফাঁস করেছেন স্বয়ং সইফ। তৈমুর মেসি হতে চায়, সংযোজন মা করিনারও।
জায়েদের দর্শন
বেশ কিছু দিন হল পর্দায় দেখা নেই তাঁর। বলিপাড়ার পার্টিতেও কোথাও হদিশ ছিল না জায়েদ খানের। অবশেষে দর্শন! হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনের নতুন ছবি ফাইটার–এর বিশেষ স্ক্রিনিং–এ। জায়েদের দিদি সুজান খানের প্রাক্তন স্বামী হৃতিক। তাঁর ছবির স্ক্রিনিং–এ বেশ কিছুক্ষন কাটিয়ে গেলেন ‘ম্যায় হুঁ না’র ‘লাকি’।
