আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১০ মিনিটের মধ্যে মুদিখানা বাড়ি পৌঁছে দেওয়া যাবে একসময় এই বিষয়ে চিন্তা করাই পাগলামি মনে হত। কিন্তু তারপর ব্লিঙ্কিট, জেপ্টো, ইন্সটামার্ট-এর মতো কিছু সংস্থা এসে সব ধ্যানধারণা বদলে দিয়েছে। মুদি সামগ্রী কেবল দ্রুত সরবরাহ করা যায় এমন জিনিস। মানুষ দ্রুত সরবরাহ করা কি সম্ভব? কেরিয়ারের পরামর্শের জন্য কি ১০ মিনিটের মধ্যে ডেলিভারি করা যাবে বিশেষজ্ঞদের? পাগলে প্রলাপের মতো শোনাচ্ছে তো। কিন্তু একটি ভারতীয় স্টার্টআপ ঠিক এই দাবিই করছে।
ভারতীয় স্টার্টআপ 'টপমেট' কেরিয়ার সংক্রান্ত পরামর্শ প্রদান করার জন্য মাত্র ১০ মিনিটের মধ্যে মানুষকে সামনে হাজির করানোর দাবি করেছে। যা সকলকে হতবাক করে দিয়েছে। এই ঘোষণার অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। 'টপমেট'-এর উদ্বোধন উপলক্ষে এক্স (পূর্বতন টুইটার)-এ নিমিশা চন্দ এই ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, "ব্লিঙ্কিট, জেপ্টো এবং ইন্সটামার্টের দিন শেষ। কারণ আমরা কেবল ১০ মিনিটের মধ্যে শুধুমাত্র মুদিখানার সামগ্রীই সরবরাহ করছি না। আমরা মানুষও পৌঁছে দিচ্ছি।" নিমিশা বুঝিয়ে দিয়েছেন ওই মানুষরা কী কী করতে সক্ষম। তিনি লিখেছেন, ''যা প্রশ্ন ছুঁড়ে দেওয়া হবে সেগুলির উত্তর দেবে। স্বপ্নের চাকরি পেতে সাহায্য করবে এবং আপনার উন্নতির সঙ্গী হবে।''
তাঁর পোস্টে আরও বলা হয়েছে, "আর আন্দাজে ঢিল ছোঁড়ার দরকার নেই। অবিরাম গুগলে অনুসন্ধানের দরকার নেই। বিশেষজ্ঞদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে এসব করা সম্ভব হবে। টপমেটের সাহায্যে।"
নিমিশা টপমেট ওয়েবসাইট কীভাবে কাজ করে তা দেখানোর জন্য একটি ভিডিও শেয়ার করেছেন। এরপরেই তাঁর পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে। কৌতূহলী মনে প্রশ্নের ঝড় উঠেছে। কিছু ব্যবহারকারী ব্যবসায়িক ধারণাটির প্রশংসা করলেও অনেকেই এর বাস্তবিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
