আজকাল ওয়েবডেস্ক: ৮ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য। বুধবার এনডিএ জোটের বৈঠকে মোদিকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়। নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন বিভিন্ন দেশের নেতানেত্রীরা। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ইতিমধ্যেই মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা ও বিক্রমাসিঙ্ঘে। সূত্রের খবর, শুক্রবারই হাসিনা দিল্লিতে পৌঁছে যাবেন। এছাড়াও উপস্থিত থাকবেন নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে আরও অনেক রাষ্ট্রনেতার কাছে। আরও অনেকেই হাজির থাকবেন মোদির শপথ অনুষ্ঠানে।
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন বিভিন্ন দেশের নেতানেত্রীরা। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ইতিমধ্যেই মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা ও বিক্রমাসিঙ্ঘে। সূত্রের খবর, শুক্রবারই হাসিনা দিল্লিতে পৌঁছে যাবেন। এছাড়াও উপস্থিত থাকবেন নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে আরও অনেক রাষ্ট্রনেতার কাছে। আরও অনেকেই হাজির থাকবেন মোদির শপথ অনুষ্ঠানে।
