আজকাল ওয়েবডেস্ক:‌ ৮ জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য। বুধবার এনডিএ জোটের বৈঠকে মোদিকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়। নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন। 
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন বিভিন্ন দেশের নেতানেত্রীরা। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্ঘে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ইতিমধ্যেই মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন হাসিনা ও বিক্রমাসিঙ্ঘে। সূত্রের খবর, শুক্রবারই হাসিনা দিল্লিতে পৌঁছে যাবেন। এছাড়াও উপস্থিত থাকবেন নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রীরা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে যাবে আরও অনেক রাষ্ট্রনেতার কাছে। আরও অনেকেই হাজির থাকবেন মোদির শপথ অনুষ্ঠানে।