আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেলপথ পরিবহনের সবচেয়ে সহজ এবং আরামদায়ক মাধ্যম। প্রতিদিন রেল ১৩ হাজারেরও বেশি ট্রেন পরিচালনা করে। বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দী, তেজস এবং রাজধানী-সহ নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তিতে সজ্জিত আধুনিক ট্রেন চালু হওয়ায় ভ্রমণ আরও সুবিধাজনক হয়ে উঠেছে। ভারতীয় রেলপথ ব্যবস্থা বিশ্বের চতুর্থ বৃহত্তম। কিন্তু আপনি কি জানেন ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি?
ট্রেনটির নাম ‘সুপার বাসুকি’। এটি দৈর্ঘ্যে সাড়ে তিন কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং এতে মোট ২৯৫টি কোচ রয়েছে। বাসুকিকে ভারতীয় রেল দ্বারা পরিচালিত দীর্ঘতম পণ্যবাহী ট্রেন হিসাবে বিবেচনা করা হয়।
২৯৫টি কোচ বিশিষ্ট সুপার বাসুকি ট্রেনটিকে টানতে মোট ছয়টি লোকোমোটিভ লাগে। পুরো ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করতে উল্লেখযোগ্য সময় নেয়। দেশের বিভিন্ন স্থানে খনি থেকে বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পরিবহনে ট্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রেনটি ছত্তিশগড়ের কোরবা থেকে নাগপুরের কাছে রাজনন্দগাঁও পর্যন্ত এক যাত্রায় প্রায় ২৭,০০০ টন কয়লা বহন করে।
ছত্তিশগড়ের কোরবা থেকে নাগপুরের কাছে রাজনন্দগাঁও পর্যন্ত প্রায় ২৭,০০০ টন কয়লা বহন করতে প্রায় ১১.২০ ঘন্টা সময় লাগে। ট্রেনটির নামকরণ করা হয়েছে ভগবান শিবের সাথে সম্পর্কিত সাপ বাসুকির নামে।
