আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তুললেন দিল্লির উপরাজ্যপাল। নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস থেকে রাজনৈতিক অর্থলাভের অভিযোগ তুলে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এনআইএ তদন্তের দাবি তুলেছেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। খলিস্তানপন্থী ভাবাবেগকে সমর্থন এবং ১৯৯৩ সালের দিল্লি বোমা বিস্ফোরণ মামলার অভিযুক্ত জেলবন্দি দেবেন্দ্র পাল ভুল্লারকে ছাড়ানোর জন্য আপ টাকা নিয়েছিল বলে অভিযোগ ওঠায় এই সুপারিশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন উপরাজ্যপালের মুখ্যসচিব।
