আজকাল ওয়েবডেস্ক:‌ তেলেঙ্গানায় চলছে ভোটগ্রহণ। ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় ভাগ্যনির্ধারণ হবে ১০৯টি দলের ২ হাজার ২৯০ প্রার্থীর। বিকেল পাঁচটা অবধি চলবে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। 
হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে আছেন কেসিআর। মূল লড়াই এখানে বিআরএস ও কংগ্রেসের। সকাল সকাল ভোটদানের আর্জি জানিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‌তেলেঙ্গানার ভাই–বোনেদের রেকর্ড পরিমাণে ভোটদান করতে ও গণতন্ত্রের উৎসবকে আরও মজবুত করতে আর্জি জানাচ্ছি। বিশেষ করে যুব প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের ভোট দিতে আবেদন জানাচ্ছি।’‌ যদিও তেলেঙ্গানায় খাতা খোলা নিয়ে সংশয়ে বিজেপি। 
এদিকে ভোটদান করেছেন আল্লু অর্জুন। হায়দরাবাদের বুথে ভোট দেন তিনি। জুবিলি হিলসে সপরিবারে ভোট দেন অভিনেতা চিরজ্ঞীবী। মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে কে কবিতাও ভোটদান করেছেন। সকলকে ভোটদানের আর্জি জানিয়েছেন তিনিও। এদিন ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারুদ্দিন, কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি।