আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশ টেস্টের প্রস্তুতি শুরু করে দিল টিম ইন্ডিয়া। এদিন চিপকে প্রায় ৪৫ মিনিট নেটে ব্যাটিং করেন বিরাট কোহলি। ফুল রান আপে বল করেন স্পিডস্টার বুমরা। 


১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। শুক্রবার থেকে সেই টেস্টের প্রস্তুতিতে নামল টিম ইন্ডিয়া। বিরাট, রোহিত সহ গোটা দল এদিন হাজির ছিল অনুশীলনে। এদিন হয় ক্লোজড ডোর প্র‌্যাকটিস। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ ছিল নিষিদ্ধ।


হেড কোচ হওয়ার পর ঘরের মাঠে এটাই প্রথম সিরিজ গৌতম গম্ভীরের। এদিনই দলের অনুশীলনে যোগ দেন বোলিং কোচ মরনি মরকেল। ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ার। বিসিসিআই অনুশীলনের ছবি পোস্ট করেছে। এক্স হ্যান্ডলে অনুশীলনের ছবি পোস্ট করে লিখেছে, ‘‌কাউন্টডাউন শুরু। হোম সিরিজের জন্য শুরু হল টিম ইন্ডিয়ার অনুশীলন।’‌ ছবিতে দেখা যাচ্ছে, গোটা দল গম্ভীরের কথা শুনছে। রয়েছেন রোহিত ছাড়াও দলের বাকি সাপোর্ট স্টাফরা। সূত্রের খবর, বিরাট লন্ডন থেকে সরাসরি এসে অনুশীলনে যোগ দিয়েছেন। এদিন ভোরে তিনি চেন্নাই আসেন। 


রোহিতকে চেন্নাই বিমানবন্দরে দেখা গিয়েছিল একদিন আগেই। হলুদ টি–শার্ট পরিহিত রোহিত বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন। বুমরা, রাহুল, পন্থরা বৃহস্পতিবারই চেন্নাই চলে আসেন। 


শ্রীলঙ্কা সিরিজের পর প্রায় একমাসের বিরতির পর মাঠে নামছে টিম ইন্ডিয়া। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট কানপুরে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জেতাই লক্ষ্য। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত এখন শীর্ষ আছে।