আজকাল ওয়েবডেস্ক:‌ ধামাখালিতে আটকে দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শর্তসাপেক্ষে হাইকোর্টের অনুমতি পাওয়ার পর মঙ্গলবার সকাল ৯টা নাগাদ সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন শুভেন্দু সহ বিজেপির ছয় বিধায়ক। কিন্তু ধামাখালিতে আটকে দেওয়া হয় শুভেন্দুদের কনভয়। পুলিশের সঙ্গে রীতিমতো তর্ক চলে বিরোধী দলনেতার। শুভেন্দু জানান, ‘‌হাইকোর্টের নির্দেশ অমান্য করছে পুলিশ ও মমতার সরকার।’‌ পাশাপাশি তিনি জানান, ধামাখালিতে এক ঘণ্টা অপেক্ষা করার পর তিনি কলকাতা ফিরে যাবেন। সোজা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়ে। ‌এরপরই প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু। এদিকে, এদিন সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিলেন সিপিএম নেত্রী বৃন্দা কারাতও। তাঁকেও ধামাখালিতে আটকে দেয় পুলিশ। 
 এদিকে, সন্দেশখালির একাধিক জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে ধামাখালি ঘাট, সন্দেশখালি ঘাট, ভোলাখালি ঘাট, খুলনা ঘাট এবং জেলেখালি ঘাট।