অতীশ সেন, ডুয়ার্স: অভিমান ভাঙাতে বার্লার বাড়িতে এলেন সুকান্ত মজুমদার এবং রাজু বিস্তা। হল দীর্ঘ আলোচনা। তবু ভাঙানো গেল না জনের মান। ভোট প্রচারে নামবেন না জন বার্লা। বুধবার সকালে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে দেখা করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর–পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনকে লক্ষ্য করেই তাদের এই বৈঠক বলে জানা গিয়েছে। রুদ্ধদ্বার বৈঠকের পর জন বার্লা জানিয়েছেন এই উপনির্বাচনে তিনি প্রচারে নামবেন না। নির্দল হিবেবে দাঁড়ানো গোর্খা ও মেচ সম্প্রদায়ের দুই প্রার্থীও বিজেপিরই কর্মী। তাই যার পক্ষ নিয়েই তিনি ভোট প্রচারে নামবেন, অন্য দুই সম্প্রদায় বিরক্ত হবে বলে দাবি তাঁর। অবশ্য সুকান্ত মজুমদার এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন। জানান, পারিবারিক সমস্যা কাটিয়ে বার্লা যদি সময় পান তাহলে তিনি প্রচারে নামবেন।
এদিকে বার্লার অভিযোগ, আলিপুরদুয়ার জেলায় মনোজ টিগ্গা ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে দল চালাচ্ছেন। এই বিষয়ে সুকান্ত কিছু বলেননি।
