আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে হারিয়ে এসেছিল ইউরো। এবার ফ্রান্সকে হারিয়ে অলিম্পিক ফুটবলে সোনাও জিতে নিল স্পেন। শুক্রবার প্যারিসের পার্ক দ্য প্রাঁস স্টেডিয়ামে স্পেন ৫–৩ গোলে হারিয়ে দিল অলিম্পিক
আয়োজক দেশ ফ্রান্সকে। বিরতিতে ৩–১ এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয়ার্ধে দু’গোল শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দু’টি গোল করে সোনা নিশ্চিত করে স্পেন।
যদিও খেলার শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। ফ্রান্সের ফরোয়ার্ড মিলেটের নির্বিষ শটে গোল খেয়ে যায় স্পেন। গোলকিপার টেনেসের ভুলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু ছয় মিনিট পরেই সমতায় ফেরে স্পেন। বক্সে ভাসানো বলে গোল করেন ফারমিন লোপেজ। ২৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। গোল করেন সেই ফারমিন। ঠিক তিন মিনিট পরেই ফের গোল করে স্পেন। অ্যালেক্স বাঁয়েনার ফ্রিকিক নড়তে দেয়নি ফ্রান্স গোলকিপারকে। বিরতিতে ৩–১ গোলে এগিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ শানাতে থাকে। বাদের শট পোস্টে লেগে ফেরে। ৮০ মিনিটে একটি গোল শোধ করে ফ্রান্স। আকলিচে গোল করেন। সংযুক্তি সময়ে সমতায় ফেরে ফ্রান্স। কালিমুয়েন্দোকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন মিরান্দা। পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সের মাতেতা। এর পর স্পেনের তুরিয়েন্টেসের শট পোস্টে লাগে।
অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যায় স্পেন। গোল করেন সের্জিও পেরেজ। অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফের গোল করেন পেরেজ। নিশ্চিত হয়ে যায় স্পেনের সোনা।
আয়োজক দেশ ফ্রান্সকে। বিরতিতে ৩–১ এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয়ার্ধে দু’গোল শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দু’টি গোল করে সোনা নিশ্চিত করে স্পেন।
যদিও খেলার শুরুতে কিন্তু এগিয়ে গিয়েছিল ফ্রান্সই। ফ্রান্সের ফরোয়ার্ড মিলেটের নির্বিষ শটে গোল খেয়ে যায় স্পেন। গোলকিপার টেনেসের ভুলে এগিয়ে যায় ফ্রান্স। কিন্তু ছয় মিনিট পরেই সমতায় ফেরে স্পেন। বক্সে ভাসানো বলে গোল করেন ফারমিন লোপেজ। ২৬ মিনিটে এগিয়ে যায় স্পেন। গোল করেন সেই ফারমিন। ঠিক তিন মিনিট পরেই ফের গোল করে স্পেন। অ্যালেক্স বাঁয়েনার ফ্রিকিক নড়তে দেয়নি ফ্রান্স গোলকিপারকে। বিরতিতে ৩–১ গোলে এগিয়েছিল স্পেন। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ শানাতে থাকে। বাদের শট পোস্টে লেগে ফেরে। ৮০ মিনিটে একটি গোল শোধ করে ফ্রান্স। আকলিচে গোল করেন। সংযুক্তি সময়ে সমতায় ফেরে ফ্রান্স। কালিমুয়েন্দোকে বক্সের মধ্যে ফেলে দিয়েছিলেন মিরান্দা। পেনাল্টি থেকে গোল করেন ফ্রান্সের মাতেতা। এর পর স্পেনের তুরিয়েন্টেসের শট পোস্টে লাগে।
অতিরিক্ত সময়ে ফের এগিয়ে যায় স্পেন। গোল করেন সের্জিও পেরেজ। অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে ফের গোল করেন পেরেজ। নিশ্চিত হয়ে যায় স্পেনের সোনা।
