সমীর ধর, আগরতলা: ভিনি–ভিডি–ভিসি। একেবারেই তাই। সৌরভ গাঙ্গুলি এলেন, দেখলেন, জয় করলেন ত্রিপুরার হৃদয়। সোমবার রাতে আলো–উদ্ভাসিত আগরতলা উজ্জয়ন্ত রাজপ্রাসাদের সামনে অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব নিয়েই মহারাজ দর্শক–শ্রোতাদের মুহূর্মুহূ করতালির মধ্যে বললেন, পর্যটনের পাশাপাশি ত্রিপুরা চাইলে ক্রিকেটের উন্নতিতেও ভূমিকা নিতে চান তিনি। স্মৃতি হাতড়ে বললেন, বহুবার তিনি এসেছেন ত্রিপুরায়। ৩৫ বছর আগে ১৯৮৮ সালে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলতে এই সুন্দর রাজ্যে প্রথম আসা। উত্তর পূর্বাঞ্চল হল ভারতের মধ্যমণি। এখানকার বহু অ্যাথলিট এখন দেশের প্রতিনিধিত্ব করছেন। এখানকার ছেলে মেয়েদের শারীরিক শক্তি ও দক্ষতা প্রাকৃতিক কারণেই বেশি। অনেক সম্ভাবনা আছে। ত্রিপুরার ক্রিকেটও অনেক উন্নত হয়েছে। আগরতলায় একটা ভাল স্টেডিয়াম হোক, চান দেশের প্রাক্তন অধিনায়ক। অনুষ্ঠানে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরি এবং আগরতলার মেয়র দীপক মজুমদার সৌরভকে সংবর্ধনা জানান। মঙ্গলবার রাজপ্রাসাদ এবং অমরপুরের ছবিমুড়ায় পর্যটনের শুটিং করবেন সৌরভ। সোমবার সন্ধের পর কলকাতা থেকে বিমানে আগরতলা পৌঁছন সৌরভ।
