আজকাল ওয়েবডেস্ক:‌ প্রয়াত জুবিন গর্গ। সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় শুক্রবার মারা যান জুবিন। অসমের সঙ্গীতজগতের প্রাণ, জনপ্রিয় গায়ক–অভিনেতা–প্রযোজক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে।


বাংলা ছবিতে একাধিক গান গেয়েছেন এই গায়ক। তবে সেরার সেরা অবশ্যই ‘‌চিরদিনই তুমি যে আমার’‌ ছবি’র ‘‌পিয়া রে পিয়া রে.‌.‌.‌’‌ গানটি। ছবিটির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। 


আজকাল ডট ইন এর থেকেই খবরটি শুনলেন রাজ। ফোনের অপর প্রান্ত থেকে জানালেন, ‘‌হৃদয়বিদারক ঘটনা।’‌ এরপরেই জুড়ে দিলেন, ‘‌অসম্ভব প্রতিভা ছিল। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল শুনেছিলাম।’‌ 


রাজের কথায়, শেষবার জুবিনের সঙ্গে দেখা হয়েছিল কয়েক বছর আগে। কলকাতার কসবায় একটি অনুষ্ঠান করতে এসেছিল। তার আগে অবশ্য বেশ কিছুদিন যোগাযোগ ছিল না। তবে খবরটা সত্যিই যন্ত্রণা দিচ্ছে।

 

আরও পড়ুন:‌ মাথায় গুরুতর চোট, প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গ!


শুধু টলিউড নয়, বলিউডেও বহু গান গেয়েছেন জুবিন। রাজ জানালেন, ‘‌আমার ছবিতেই তো বেশ কয়েকটি গান গেয়েছিল।’‌ রাজের কথায়, ‘‌কসবার সেই অনুষ্ঠানে জুবিন যখন গান গাইতে এসেছিল। একজন ওকে জানায় যে রাজ চক্রবর্তী এসেছে। এটা শুনে আমার সঙ্গে দেখা করে গিয়েছিল। এবং আমার ছবির আরও একটি গান সে গেয়েছিল।’‌ এরকম একটা প্রতিভা মাত্র ৫২ বছরে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন রাজ চক্রবর্তী। তাঁর পরিবারকে জানিয়েছেন সমবেদনা।


জন্মসূত্রে অসমের হলেও বলিউডে বেশ পরিচিত নাম জুবিন। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো ছবিতে। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। রংবাজ, খিলাড়ি, খোকা ৪২০–এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। তবে বছরখানেক ধরেই শরীর ভাল যাচ্ছিল না জুবিনের। 


জানা গেছে, সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।


সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’–এ যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক। শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তাঁর। সূত্রের খবর, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এর আগে গত মে মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জুবিন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। কিন্তু কে জানত, কয়েক মাসের মধ্যেই আকস্মিক দুর্ঘটনা কেড়ে নেবে জুবিনের প্রাণ।