আজকাল ওয়েবডেস্ক: রাতের অন্ধকারে শৌচকর্ম করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালদার কালিয়াচকে। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ (২৭)। পেশায় ফেরিওয়ালা জাবেদ কর্মসূত্রে থাকেন বিহারে। বাড়িতে রয়েছে স্ত্রী ও তিন সন্তান। মাস খানেক আগে কালিয়াচকের শাহবাজপুরের বাড়িতে আসেন জাবেদ। মঙ্গলবার রাতে বাড়ির পাশে ভুট্টার খেতে শৌচকর্ম করতে গিয়েছিলেন তিনি। সেই সময় ভুট্টার খেতে কেউ বা কারা গল্প করছিল। অভিযোগ, জাবেদ তাদের দেখে চিৎকার করতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয়রা। গুলি লাগে জাবেদের কোমরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
