আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণ অস্ট্রেলিয়ায় একটি সমুদ্র সৈকতে হাঙরের আক্রমণে মৃত এক কিশোর। ইয়োর্ক দ্বীপের ইনেস ন্যাশনাল পার্কের ইথেল সমুদ্র সৈকতের কাছেই জল থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটির কথা তারা জানতে পারেন। 
পুলিশ মৃত কিশোরের নাম–পরিচয় প্রকাশ করেনি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।  প্রসঙ্গত, ইথেল হল ৪০০ কিলোমিটার দীর্ঘ বালুকাময় সার্ফ সৈকত। সার্ফার ও পর্যটকদের কাছে এটি জনপ্রিয়। এখানে ঢেউয়ের গড় উচ্চতা দেড় মিটার। গত কয়েক মাসের দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে হাঙরের আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।