আজকাল ওয়েবডেস্ক: গোয়ার এক মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত অন্তত ছয় পুণ্যার্থী। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। জানা গেছে শুক্রবার গোয়ার শিরগাঁও মন্দিরে বার্ষিক লৈরাই দেবী যাত্রা (শোভাযাত্রা) চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
মন্দিরে চলছিল ধর্মীয় সমাবেশ। বহু পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। আচমকাই হুড়োহুড়ি শুরু হয়। তাতেই ঘটে যায় এই দুর্ঘটনা। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত করেছিলেন। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতের সংখ্যা পঞ্চাশের বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে থেকে কে আগে বেরোবে, এই হুড়োহুড়িতেই বিপর্যয়। দুর্ঘটনার খবর পেতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায় ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছে চিকিৎসা।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন। দুর্ঘটনার সঠিক কারণ প্রশাসনের কাছে এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান, অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়িতেই এই বিপর্যয় ঘটেছে। মনে করা হচ্ছে মন্দির কর্তৃপক্ষ ঠিকভাবে ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি।
প্রসঙ্গত, শিরগাঁও যাত্রা এমন একটি উৎসব যা প্রতিবছর গোয়ার শিরগাঁও গ্রামে পালিত হয়। এই উৎসবটি অনন্য আচার অনুষ্ঠানের জন্য বিখ্যাত। যেমন আগুনের মধ্যে দিয়ে হাঁটা। ভক্তরা আশীর্বাদ লাভের জন্য জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যায়। সেই উৎসবেই ঘটে গেল এই দুর্ঘটনা। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ, এত মানুষের জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না সেখানে।
