আজকাল ওয়েবডেস্ক:‌ একবার টাকা জমা করুন। মাসে মাসে টাকা পান। এসবিআইয়ের একাধিক স্কিমের মধ্যে অন্যতম অ্যানুইটি ডিপোজিট স্কিম। 
কিংবা বছরের একটা নির্দিষ্ট সময়ে সুদের টাকা নিতে পারেন। এই স্কিমের মাধ্যমে একটা মোটা টাকা ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন। এরপর প্রতি মাসে নির্দিষ্ট হারে সুদের টাকা পেয়ে যাবেন। এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল প্রিন্সিপাল অ্যামাউন্টের সঙ্গে সুদের টাকা যোগ হয়ে আপনার কাছে ফেরত আসবে। স্থায়ী আমানতের ক্ষেত্রে যে হারে ব্যাঙ্ক সুদ দেয়, এক্ষেত্রেও সেই হারেই সুদ পাবেন। 


এই ক্ষেত্রে আপনি একেবারে তিন, পাঁচ, সাত কিংবা দশ বছরের জন্যও টাকা বিনিয়োগ করতে পারেন। সর্বোচ্চ টাকা বিনিয়োগের কোনও লিমিট নেই। আর ন্যূনতম বিনিয়োগ মূল্য মাত্র হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত শাখাতেই এই স্কিমের সুবিধা পাবেন।


বিনিয়োগ করার ঠিক এক মাস অন্তর আপনি পাবেন সুদের টাকা। তবে আপনি যদি ২৯, ৩০ কিংবা ৩১ তারিখ বিনিয়োগ করেন তাহলে সুদের টাকা পাবেন প্রতি মাসের এক তারিখে। টিডিএস কেটে সুদের টাকা আপনাকে দেওয়া হবে। এই স্কিমের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন বা অন্যান্য গ্রাহকরা একই হারে সুদ পাবেন। প্রয়োজনে আপনি ব্যাঙ্কের অন্য শাখাতেও টাকা ট্রান্সফার করে নিতে পারেন। এছাড়া এই স্কিমের জন্য একটি পাসবুকও ব্যাঙ্কের তরফে দেওয়া হবে আপনাকে।
এছাড়া এই স্কিমের মাধ্যমে ব্যালান্স অ্যামাউন্টের ৭৫ শতাংশ অবধি টাকা ওভারড্রাফট বা ঋণ হিসেবে পেতে পারেন প্রয়োজন মতো। কোনও কারণে মেয়াদ শেষের আগেই টাকা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে এককালীন ১৫ লক্ষ টাকা অবধিও পেতে পারেন। তবে জরিমানা হিসেবে কিছু টাকা কেটে নেওয়া হতে পারে।