আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের বিরুদ্ধে দল নির্বাচনের পর দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তালিকায় শুভমান গিল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, আকাশ দীপ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সোয়াল, ধ্রুব জুরেলরা রয়েছেন। কিন্তু ১৬ দলের দলে থাকা সত্ত্বেও সরফরাজ খান ও যশ দয়ালকে দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচের জন্য রেখে দেওয়া হয়েছে। জাতীয় দলের জন্য এই দুই ক্রিকেটারকে ছাড়া হয়নি।
বিসিসিআই সূত্রে খবর, এই দুই ক্রিকেটারের বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম এগারোয় থাকার সম্ভাবনা নেই। তাই দু’‌জনকে দলীপ ট্রফির স্কোয়াডে রেখে দেওয়া হয়েছে।

 


দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‌ভারত বি দলের যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্থ জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন। তাই দু’‌জনের পরিবর্তে বি দলে নেওয়া হয়েছে সুয়াশ প্রভুদেশাই ও রিঙ্কু সিংকে। জোরে বোলার যশ দয়াল ও সরফরাজ খান জাতীয় দলে থাকলেও দু’‌জনেক দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলতে বলা হয়েছে।’‌ সরফরাজ দলীপে থাকার অর্থ বাংলাদেশের বিরুদ্ধে লোকেশ রাহুলের খেলা নিশ্চিত। জাতীয় দলে মিডল অর্ডারে লড়াই ছিল সরফরাজের সঙ্গে রাহুলের।