আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালি কাণ্ডে প্রথম গ্রেপ্তারি সিবিআইয়ের। ইডির উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল সিবিআই। তার মধ্যে রয়েছে শাহজাহান শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতা জিয়াসুদ্দিন মোল্লা। তিনি সরবেড়িয়া–আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে দিদারবক্স মোল্লা এবং ফারুক আকুঞ্জি নামে শাহজাহানের আরও দুই শাগরেদকে।
সোমবার নোটিশ দিয়ে জিয়াসুদ্দিন, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে। সেখানে ৬ ঘণ্টাজিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হবে। এদিকে, শাহজাহানের আরেক শাগরেদ রহমান আকুঞ্জির বাড়িতেও নোটিশ দিয়েছে সিবিআই। তাঁকে মঙ্গলবার তলব করা হয়েছে।
সোমবার নোটিশ দিয়ে জিয়াসুদ্দিন, দিদারবক্স এবং ফারুককে ডেকে পাঠানো হয় কলকাতার নিজাম প্যালেসে। সেখানে ৬ ঘণ্টাজিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হবে। এদিকে, শাহজাহানের আরেক শাগরেদ রহমান আকুঞ্জির বাড়িতেও নোটিশ দিয়েছে সিবিআই। তাঁকে মঙ্গলবার তলব করা হয়েছে।
