আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপির বিরুদ্ধে বড়সড় চক্রান্তের অভিযোগ আনলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরির দাবি, দিল্লিতে সরকার ফেলার জন্য আপ নেতাদের টাকার লোভ দেখিয়েছে বিজেপি। কেজরির অভিযোগ, অন্তত সাত আপ বিধায়ককে কেনার চেষ্টা করেছিল বিজেপি। প্রত্যেককে ২৫ কোটি টাকার লোভ দেখিয়েছিল।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেপ্তারির হুমকি দিয়ে আপ বিধায়কদের কেনার চেষ্টা হয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কেজরি। পোস্টে বলেছেন, ‘‌সম্প্রতি ওরা (‌বিজেপি)‌ আমাদের সাত বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছিল। বলেছিল, শীঘ্রই কেজরিকে গ্রেপ্তার করা হবে। তারপর আমাদের বিধায়কদের ভাঙিয়ে নেবে। ওরা বলেছিল ২১ জন আপ বিধায়কের সঙ্গে ওদের কথা হয়েছে। বাকিদের সঙ্গেও কথা হচ্ছে। তারপর দিল্লিতে আম আদমি সরকার ফেলে দেবে বলেছিল ওরা। যারা বিজেপিতে আসবে তাদের ২৫ কোটি টাকা ও নির্বাচনের টিকিট দেওয়া হবে।’‌ 
যদিও কেজরি জানিয়েছেন, যে সাত বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা প্র‌ত্যেকেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এরপরই কেজরি বলেছেন, ‘‌এর অর্থ দিল্লিতে সরকার ফেলার জন্যই আমাকে গ্রেপ্তারির চেষ্টা করা হচ্ছে। আবগারি দুর্নীতি নয়।’‌ এরপরই যোগ করেছেন, ‘‌গত নয় বছর ধরেই এই চেষ্টা করে চলেছে বিজেপি। কিন্তু সফল হয়নি। ঈশ্বর ও দিল্লির জনগণ আপের সঙ্গে রয়েছে। আমাদের বিধায়করাও একজোট রয়েছে। তাই এবারও ওরা ব্যর্থ হল।’‌ দিল্লিতে ভাল কাজের জন্যই বিজেপির এই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন কেজরি।