আজকাল ওয়েবডেস্ক: গত তিন বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা প্রায় দু’বার সফল হতে গিয়েও হয়নি। তৃতীয় বারে কি শিঁকে ছিড়বে? ক্রেমলিনের আশা তৃতীয় দফায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত করা হবে শীঘ্রই।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমরা আশা করি শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হবে। তিনি জানিয়েছেন, আলোচনার সময়সূচী কেবলমাত্র উভয় পক্ষের সম্মতিতেই ঠিক করা যেতে পারে। দিমিত্রির মতে, পরবর্তী সংলাপ প্রক্রিয়ার গতি নির্ভর করছে কিয়েভ সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টার উপর। তিনি বলেন, ‘বাস্তব উপেক্ষা করা যাবে না এবং এটি মনে রাখা প্রয়োজন।‘
প্রথম দফার আলোচনা ১৬ মে ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম বৈঠকে বন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। ২ জুন তুরস্কে দ্বিতীয় দফার আলোচনায় ছয় হাজার ইউক্রেনীয় সৈন্যের মৃতদেহ ফেরত দেওয়া এবং ২৫ বছরের কম বয়সী অসুস্থ ও বন্দিদের বিনিময়ের বিষয়ে একটি চুক্তি হয়েছিল। শেষ বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভ প্রস্তাব দিয়েছিলেন যে তৃতীয় বৈঠকটি জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। কিন্তু সেই বৈঠক এখনও হয়নি।
রাশিয়ার সংবাদমাধ্যম অনুযায়ী, ২ জুন চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও ক্রেমলিন যুদ্ধবিরতির জন্য দু’টি প্রস্তাব দিয়েছিল। যার মধ্যে রয়েছে রাশিয়ার ভূখণ্ড হিসেবে বিবেচিত চারটি অঞ্চল ডোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার। এ ছাড়াও ১০০ দিনের মধ্যে ইউক্রেনে রাষ্ট্রপতি নির্বাচনের শর্ত রাখা হয়েছিল।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই দাবিগুলিকে শান্তির উদ্দেশ্যের পরিপন্থী বলে অভিহিত করছিলেন। তিনি নতুন নিষেধাজ্ঞার দাবি জানিয়েছিলেন। জেলেনস্কির দাবি, এগুলি আসলে ইউক্রেনের আত্মসমর্পণের শর্ত, যা তিনি মেনে নেবেন না।
জেলেনস্কির চিফ অফ স্টাফ, আন্দ্রেই ইয়েরমাক বলেন, "রাশিয়া যুদ্ধবিরতি রোধ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এখন নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।"
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন যে ইউক্রেনের যুদ্ধের সমাধান হল সংঘাতের মূল কারণকে নির্মূল করা। তিনি জানিয়েছেন, রাশিয়া যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। অন্যদিকে, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান আশ্বস্ত করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করছেন এবং উভয়ই আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক।
