আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার বিরোধী নেতা কারাবন্দি অ্যালেক্সি নাভালনির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তিনি কারাগার থেকে নিখোঁজ হয়ে গেছেন। সোমবার তার আইনজীবীরা এমনটাই দাবি করেছেন।
তাঁকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল। গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। জঙ্গিগোষ্ঠীকে উসকানি, অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগে নাভালনির কারাদণ্ড হয়। এছাড়াও একাধিক প্রতারণা ও অন্যান্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তাঁকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নাভালনি অসুস্থ বলে খবর রয়েছে তাঁর আইনজীবীদের কাছে। কিন্তু তাঁর নাকি কোনও খোঁজ নেই। জেল থেকে উধাও হয়ে গেছেন বলে দাবি আইনজীবীদের।
তাঁকে মস্কোর ১৫০ মাইল পূর্বে একটি কারাগারে রাখা হয়েছিল। গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড হয় নাভালনির। জঙ্গিগোষ্ঠীকে উসকানি, অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগে নাভালনির কারাদণ্ড হয়। এছাড়াও একাধিক প্রতারণা ও অন্যান্য অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। নাভালনির সমর্থকদের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তাঁকে গ্রেপ্তার ও কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নাভালনি অসুস্থ বলে খবর রয়েছে তাঁর আইনজীবীদের কাছে। কিন্তু তাঁর নাকি কোনও খোঁজ নেই। জেল থেকে উধাও হয়ে গেছেন বলে দাবি আইনজীবীদের।
