আজকাল ওয়েবডেস্ক: ফের কর্মী নিয়োগের ঘোষণা করল ভারতীয় রেল। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) জানিয়েছে, গ্রুপ ডি-এর ৩২ হাজার ৪৩৮টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কবে থেকে করা যাবে আবেদন। শেষ তারিখ কবে? পরীক্ষাই বা কবে হবে? জেনে নিন বিস্তারিত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনপ্রক্রিয়া চলববে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদনপত্রে সংশোধন করা যাবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। আরআরবি-র নিয়ম অনুযায়ী, আবেদবকারীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩৬ এর মধ্যে হতে হবে। সংরক্ষণের আওতায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন তা বিশদে জানানো হয়েছে আরআরবি-এর ওয়েবসাইটে।
পরীক্ষা হবে কম্পিউটার বেসড (সিবিটি)। কর্তৃপক্ষের তরফ থেকে পরীক্ষার এবং ফলাফলের তারিখ জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীরা rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে ফর্ম ভরতে পারবেন। পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা ফেরত দিয়ে দেবে আরআরবি। পরীক্ষার পর নির্বাচিত আবেদনকারীরা সপ্তম পে কমিশনের অধীনে ১৮ হাজার টাকা বেতন পাবেন। এর সঙ্গে থাকবে বিভিন্ন ভাতা।
