আজকাল ওয়েবডেস্ক:‌ মহালয়ার আগের রাতে লিলুয়ায় পথ দুর্ঘটনায় মৃত তিন। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে হাওড়ার নিশ্চিন্দাপুর থানা এলাকার ২ নম্বর জাতীয় সড়কে সিসি আর ব্রিজের উপর। ঘটনাস্থলেই তিন জন মারা যান বলে খবর।


মৃতদের মধ্যে আছেন সুজয় মজুমদার, রিঙ্কি মজুমদার এবং সৌরভচন্দ্র দাস। প্রত্যেকেই লিলুয়া ও আনন্দনগরের বাসিন্দা। বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে। তার মধ্যে সুজয় ও রিঙ্কি ছিল স্বামী–স্ত্রী। আর সৌরভ তাঁদের বন্ধু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে তিনজন বাইকে চেপে বালি থেকে ডানকুনির দিকে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক গাড়ির খোঁজ মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সামনের কোনও গাড়িতে ধাক্কা মারার ফলেই এই দুর্ঘটনা। জানা গেছে কারও মাথায় হেলমেট ছিল না। পুলিশ তিন জনকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।