আজকাল ওয়েবডেস্ক:‌ স্কুল চত্বরে শিক্ষিকাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গেছে, ওই যুবক শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শিক্ষিকা তা নাকচ করতেই যুবক এই ভয়ঙ্কর কাণ্ড ঘটান।


জানা গেছে তামিলনাড়ুর থাঞ্জাভুরের মাল্লিপত্তনমে এক সরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন রমণী (‌২৬)‌। অভিযোগ, বুধবার সকালে স্কুল চত্বরে ছুরি নিয়ে রমণীর উপর ঝাঁপিয়ে পড়ে মাধন (‌৩০)‌। গলার গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি রমণীকে।


ইতিমধ্যেই অভিযুক্ত যুবক মাধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, দুই পরিবার সম্প্রতি বিয়ের আলোচনা সেরেছিল। কিন্তু রমণী বিয়েতে না করে দেয়। এরপরই প্রতিশোধ নিতে বুধবার সকালে এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। স্কুল শিক্ষামন্ত্রী অনবিল মহেশ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পড়ুয়ারা এই ঘটনায় আতঙ্কিত। পড়ুয়াদের দ্রুত কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি।


তাঁর কথায়, ‘‌এক জন শিক্ষিকার উপরে এভাবে আক্রমণ ও হত্যার ঘটনা মানা যায় না। ওই শিক্ষিকার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি। অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মৃত শিক্ষিকার পরিবার, ছাত্র ও অপর সহকর্মীদের জন্য রইল সমবেদনা।’‌