আজকাল ওয়েবডেস্ক: তীব্র শৈত্যপ্রবাহ। ঠান্ডায় কাঁপছে দিল্লি। শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের শীতলতম দিন। শুক্রবার ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে দিল্লি জুড়ে। তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। মৌসম ভবন ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে দিল্লি এবং এনসিআরে। জারি হয়েছে লাল সতর্কতা। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘন কুয়াশার কারণে রেল, সড়ক এবং বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে শনিবার। দৃশ্যমানতা রয়েছে ২০০ মিটারের আশপাশে। এদিকে, ঘন কুয়াশার জেরে গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। শনিবার দিল্লিগামী ১৮টি ট্রেন ১–৬ ঘণ্টা দেরিতে চলছে। দৃশ্যমানতা কম থাকার কারণে বিমান ওঠানামাতেও প্রভাব পড়ছে। কুয়াশার কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পাঞ্জাব এবং হরিয়ানায়। চণ্ডীগড়, রাজস্থান, উত্তরপ্রদেশে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। এদিকে, আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর মধ্যপ্রদেশ, জম্মু ডিভিশন, রাজস্থান, বিহার, ওড়িশা, আসাম, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরাতেও ঘন কুয়াশা থাকবে। মধ্য এবং পূর্ব ভারতের বেশিরভাগ এলাকায় আগামী ২–৩ দিন তাপমাত্রার পারদ নামতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত।
অন্যদিকে, জম্মু–কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্থান, মুজাফফরাবাদের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, জম্মু–কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্থান, মুজাফফরাবাদের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
