আজকাল ওয়েবডেস্ক: অত্যন্ত বিরল কালো রঙের চিতার হদিশ মিলল ওড়িশার জঙ্গলে। প্রসঙ্গত, ওড়িশায় বাঘসুমারি চলাকালীন চিতাবাঘটি ক্যামেরায় ধরা পড়েছে। বাঘ রয়েছে এমন জঙ্গলগুলিতে ক্যামেরা লাগানো হয়েছিল। একটি জঙ্গলে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে বিরল চিতাবাঘটি। মুখ্য বন এবং বন্যপ্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ এক্স হ্যান্ডলে বিরল কালো রঙের চিতাবাঘটির ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘বাঘসুমারি চলাকালীন জঙ্গলে লাগানো একটি ক্যামেরায় ধরা পড়েছে বিরল চিতাবাঘটি। এই সুমারিতে আরও বেশ কিছু আকর্ষণীয় অজানা বন্যপ্রাণের ছবিও প্রকাশ্যে আসতে পারে।’
তবে এই চিতাবাঘটির ছবি কোন জঙ্গলে ধরা পড়েছে তা জানানো হয়নি। গত অক্টোবর থেকে বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার। এর আগে সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল।
তবে এই চিতাবাঘটির ছবি কোন জঙ্গলে ধরা পড়েছে তা জানানো হয়নি। গত অক্টোবর থেকে বাঘসুমারি শুরু করেছে ওড়িশা সরকার। এর আগে সিমলিপাল জাতীয় উদ্যানে কালো রঙের একটি বাঘ ক্যামেরায় ধরা পড়েছিল।
