আজকাল ওয়েবডেস্ক:‌ ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হয়েছে। বুধবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। প্রথমদিনই পাঁচ লক্ষ ভক্ত এসেছিলেন রামলালা দর্শনে। দর্শনের পাশাপাশি তারা মুক্তমনে দান করেছেন। আর সেই দানের পরিমাণ শুনলে চমকে উঠতে হবে। 
জানা গেছে ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। ছিল অনলাইন ডোনেশনের ব্যবস্থাও। রামমন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দান বাক্সে। আপাতত মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন মন্দির কর্তৃপক্ষ। জানা গেছে, রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব। এছাড়া উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রহের জন্য এসেছে নানা দানসামগ্রী। আর কেন্দ্র আগেই জানিয়েছিল, অযোধ্যায় রামমন্দির তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে।