আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবারের পর বুধবার। ফের বদলে গেল রামলালা দর্শনের সময়সীমা। অতিরিক্ত পুণ্যার্থীর কথা ভেবেই মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত রামলালার দর্শন চলেছিল। আর বুধবার থেকে ফের নতুন নিয়ম। সকাল ৬টা থেকেই শুরু হয় দর্শন। চলবে রাত ১০টা পর্যন্ত। মাঝে সাড়ে ১১টায় ভোগ আরতি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যারতির সময়ে কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ রাখা হলেও মন্দিরে প্রবেশে থাকছে না নিষেধাজ্ঞা। প্রথমে ঠিক ছিল, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত দর্শন বন্ধ থাকবে। শুরুর সময়টা ছিল সকাল ৭টা। আর শেষ সন্ধ্যা ৭টা। এদিকে, বুধবার থেকে অযোধ্যা ধাম স্টেশন চালু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। জানা গেছে, বুধবার কোনও ট্রেন ঢুকবে না অযোধ্যায়। এমন চলতে পারে আরও দু’দিন।
এদিকে, ভিড়ে রাশ টানতে নতুন করে কোনও পুণ্যার্থীকে অযোধ্যায় আপাতত ঢুকতে দিতে চাইছে না যোগী সরকার। তার জন্য একাধিক নির্দেশিকা জারি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই পরিস্থিতি ২৬ জানুয়ারি অবধি চলতে পারে। এদিকে, রামমন্দিরে ঢোকার জন্য বুধবারও রাত তিনটে থেকে লাইন শুরু হয়েছে।