আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে ইডেনে ভেস্তে গিয়েছিল কলকাতা–পাঞ্জাব ম্যাচ। সোমবার দিল্লি–হায়দরাবাদ ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায়। এবার ওয়াংখেড়েতেও বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার মুম্বই ঘরের মাঠে খেলবে গুজরাটের বিরুদ্ধে। লিগ টেবিলে মুম্বই রয়েছে তিনে। আর গুজরাট রয়েছে চারে। প্লে অফের জন্য এই ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ।
১১ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট এখন ১৪। গুজরাটের ১০ ম্যাচে ১৪। তবে রানরেট এই মুহূর্তে সবচেয়ে ভাল রোহিতদের।
মঙ্গলবার যে দল জিতবে তারাই চলে যাবে গ্রুপ শীর্ষে। তাই একটা উত্তেজক ম্যাচের আশা করছেন সবাই। কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে। মুম্বই ও পার্শ্ববর্তী জেলায় আইএমডি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন মুম্বইয়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার সতর্কতাও।
সোমবার বৃষ্টির জন্য ভেস্তে যায় দিল্লি–হায়দরাবাদ ম্যাচ। দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। মঙ্গলবার আবার মুম্বইয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আকুওয়েদারের রিপোর্ট বলছে, বিকেলের পর থেকেই মুম্বইয়ে রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। আর যদি সত্যিই বৃষ্টির জন্য খেলা ভেস্তে যায়, তাহলে কিন্তু কিছুটা হলেও সুবিধা হবে কেকেআরের। রাহানেদের পয়েন্ট এখন ১১ ম্যাচে ১১। হাতে আছে তিনটি ম্যাচ।
