আজকাল ওয়েবডেস্ক: মিনিমাম ইনভেস্টমেন্ট। ম্যাক্সিমাম রিটার্ন। মধ্যবিত্তের এটাই সঞ্চয়ের পরিকল্পনা। পোস্ট অফিস মধ্যবিত্তের কথা ভেবে এমনই একটি স্কিম নিয়ে এসেছে, যাতে আপনার সঞ্চয় হবে ভালই।
পোস্ট অফিসে খুলতে পারেন পাঁচ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। মাসে ১০ টাকা করে জমা করেই শুরু করতে পারেন এই অ্যাকাউন্ট। মাসিক টাকা রাখার কোনও সর্বোচ্চ সীমা নেই।
আপনি পাবেন ৬.৯ শতাংশ হারে সুদ। ত্রৈমাসিক সুদের টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। পাঁচ বছরের পর আপনি তা আরও পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন, কিন্তু একবছর করে করেও বাড়াতে পারেন। এই ধরনের প্ল্যানের ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক কিন্তু আপনাকে সর্বনিম্ন ৩.৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৬ শতাংশের বেশি সুদ দেবে না।
টাকা বা চেকের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। আপনি নমিনিও রাখতে পারেন কাউকে। প্রয়োজনে অন্য পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
মাসের যে কোনও দিন টাকা রাখতে পারবেন। দেখবেন প্রতি মাসের টাকা যেন প্রতি মাসেই জমা পড়ে। নির্দিষ্ট সময় শেষে আপনার জমার প্রায় ৫০ শতাংশ বেশি অবধি রিটার্ন পেতে পারেন।
পোস্ট অফিসে খুলতে পারেন পাঁচ বছরের জন্য একটি রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। মাসে ১০ টাকা করে জমা করেই শুরু করতে পারেন এই অ্যাকাউন্ট। মাসিক টাকা রাখার কোনও সর্বোচ্চ সীমা নেই।
আপনি পাবেন ৬.৯ শতাংশ হারে সুদ। ত্রৈমাসিক সুদের টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে। পাঁচ বছরের পর আপনি তা আরও পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন, কিন্তু একবছর করে করেও বাড়াতে পারেন। এই ধরনের প্ল্যানের ক্ষেত্রে কোনও ব্যাঙ্ক কিন্তু আপনাকে সর্বনিম্ন ৩.৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৬ শতাংশের বেশি সুদ দেবে না।
টাকা বা চেকের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে জমা রাখতে পারেন। আপনি নমিনিও রাখতে পারেন কাউকে। প্রয়োজনে অন্য পোস্ট অফিসেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
মাসের যে কোনও দিন টাকা রাখতে পারবেন। দেখবেন প্রতি মাসের টাকা যেন প্রতি মাসেই জমা পড়ে। নির্দিষ্ট সময় শেষে আপনার জমার প্রায় ৫০ শতাংশ বেশি অবধি রিটার্ন পেতে পারেন।
