আজকাল ওয়েবডেস্ক: আইনের ছাত্রী আত্মঘাতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ‘আই কুইট’। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইনের ছাত্রী দানিশ আরার (২৩) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দন্ত চিকিৎসক আসাদের। পুলিশ সূত্রে দাবি, আসাদ দানিশ আরাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি ও তাঁর পরিবার দানিশের উপরে নির্যাতন করেন বলে অভিযোগ। আর সেই কারণেই বাড়ি ফিরে তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান। জানা গেছে, আইনের পড়ুয়া দানিশের সঙ্গে আসাদের পরিচয় হয়েছিল ৪–৫ মাস আগে। তিনি নাকি দাঁতের চিকিৎসার জন্যই ওই তরুণ চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। আসাদ তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন।
কিন্তু এরপরেই অপর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন আসাদ। যা মেনে নিতে পারেননি দানিশ। ঝাঁসির পুলিশ আধিকারিক লক্ষ্মীকান্ত গৌতম জানিয়েছেন, ‘খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তরুণীর দেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।’
প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য আসাদ ও তার পরিবারকে ডাকতে পারে পুলিশ।
