আজকাল ওয়েবডেস্ক: ষষ্ঠীর সকালে সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন পুলিশকর্মী। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা গেছে জলপাইগুড়ি জেলা পুলিশে কর্তব্যরত কনস্টেবল রঞ্জিত রাজবংশী। জলপাইগুড়ি জেলা জজের নিরাপত্তারক্ষী ছিলেন তিনি। জলপাইগুড়ি পুলিশ লাইনের রেসকোর্স পাড়ার সরকারি আবাসনে থাকতেন রঞ্জিত। শুক্রবার সকালে নিজের সার্ভিস রিভলবার থেকে তিনি গুলি চালান। রক্তাক্ত অবস্থায় রঞ্জিতকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কেন তিনি এই করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
