আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন জামশেদপুর। মোদির সফরে নিরাপত্তার কারণ দেখিয়ে জামশেদপুর শহরে স্কুল–কলেজ চার দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের জামশেদপুরে গোপাল ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন।
মোদির সুরক্ষার জন্য বিশাল এসপিজির দল টাটানগরে চলে এসেছে। এই সুরক্ষা বাহিনীকে বিভিন্ন স্কুল কলেজে রাখার ব্যবস্থা করা হয়েছে।
পূর্ব সিংঘুম জেলার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই সকল জাওয়ানদের রাখার জন্য ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর অবধি জামশেদপুরে স্কুল–কলেজ বন্ধ থাকবে। জেলা প্রশাসনের তরফ থেকে স্কুল আধিকারিকদের বিজ্ঞপ্তি জারি একথা আগেই জানিয়ে দেওয়া হয়। জানা গেছে, জামশেদপুর, টাটানগর এই সকল এলাকার ২৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের কিছুদিন আগেই ঝাড়খণ্ডের পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জামশেদপুরে আসেন। মূলত মোদির নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতেই তাঁর এই সফর। প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন।
মূলত ঝাড়খন্ডের করম উৎসবের জন্যই মোদির এই জামশেদপুর সফর। করম উৎসবকে সামনে রেখে মোদি চারটি বন্দে ভারতের উদ্বোধন করবেন।
ঝাড়খন্ডকে তিনটে বন্দে ভারত উপহার দেওয়া হবে। একটা বিহার আর বাংলার সঙ্গে যুক্ত হবে। মোদি এই সফরে এক লক্ষেরও বেশি মানুষকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রদান করবেন। নরেন্দ্র মোদির সফরের জন্যই রেল মন্ত্রক নতুনভাবে টাটানগর রেল স্টেশনকে সাজিয়ে তুলেছে। সফরকে কেন্দ্র করে স্কুল–কলেজ বন্ধ রাখার বিষয়ে শিবরাজ সিং বলেন, ‘জামশেদপুর টাটানগর খুব বড় জায়গা নয়। থাকার পর্যাপ্ত জায়গা নেই। তাই স্কুল–কলেজে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাই স্কুল ছুটি দেওয়া হয়েছে।’
