আজকাল ওয়েবডেস্ক: আজ আন্তর্জাতিক যোগ দিবস। জম্মু–কাশ্মীরে দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার প্রথমবার কাশ্মীর গিয়েছেন মোদি। শুক্রবার সেখানেই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি। শ্রীনগর থেকে দেশবাসীর উদ্দেশে দেন বিশেষ বার্তা। এদিন শুধু ভারতেই নয় প্রধানমন্ত্রী মোদির আহ্বানে বিশ্বের নানাপ্রান্তে পালিত হচ্ছে যোগ দিবস। এ বছর মোদি শ্রীনগরে ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন। ডাল লেকের ধারে শের–ই–কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবস পালন করেন মোদি। ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন সাত হাজারের বেশি মানুষ। আধ ঘণ্টার অনুষ্ঠানে কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উপস্থিত ছিলেন।
এদিন মোদি বলেন, ‘সকলের কাছে অনুরোধ রাখছি যে যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের সহায়ক হয়। আমি খুশি যে, এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।’ শ্রীনগরকে ‘যোগ এবং সাধনার ভূমি’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘গত ১০ বছরে যোগাসন নিয়ে ধারণা বদলে গিয়েছে। আজ বিশ্বে যোগাসন নতুন অর্থনীতির জন্ম দিয়েছে।’ এদিন সেনা জওয়ানরা লাদাখের প্যাংগং হ্রদের ধারে এবং বরফে ঢাকা সীমান্তবর্তী এলাকায় সমবেত ভাবে যোগাসন করেন। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও সমবেত ভাবে যোগাসন করতে দেখা যায় বহু মানুষকে।
এদিন মোদি বলেন, ‘সকলের কাছে অনুরোধ রাখছি যে যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন। যোগাসন শক্তি বৃদ্ধি করে, সুস্বাস্থ্যের সহায়ক হয়। আমি খুশি যে, এই বছর শ্রীনগরে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি।’ শ্রীনগরকে ‘যোগ এবং সাধনার ভূমি’ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘গত ১০ বছরে যোগাসন নিয়ে ধারণা বদলে গিয়েছে। আজ বিশ্বে যোগাসন নতুন অর্থনীতির জন্ম দিয়েছে।’ এদিন সেনা জওয়ানরা লাদাখের প্যাংগং হ্রদের ধারে এবং বরফে ঢাকা সীমান্তবর্তী এলাকায় সমবেত ভাবে যোগাসন করেন। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও সমবেত ভাবে যোগাসন করতে দেখা যায় বহু মানুষকে।
