আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের তিন জেলায় আবাস যোজনার কাজে অসংগতির অভিযোগে ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট চাইল কেন্দ্র। এই তিন জেলা দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া এবং কালিম্পং বলে জানা গিয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হলেও রাজ্যের তরফে এবিষয়ে মঙ্গলবারই কেন্দ্রকে চিঠি দেওয়া হতে পারে বলে জানা যায়। আবাস যোজনার কাজ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়েছে রাজ্য। একদিকে যেমন কেন্দ্রের তরফে অসংগতির অভিযোগ তোলা হয়েছে তেমনি রাজ্য দাবি করেছে কেন্দ্রীয় বঞ্চনার। উঠে এসেছে বকেয়া পাওনা আটকে রাখার অভিযোগ। এর আগে গত মার্চে রাজ্যে আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে ঘুরে গেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তারপরেই এল এই চিঠি।
