আজকাল ওয়েবডেস্ক:‌ গাজা ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলোর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেইসুস। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আধানম বলেন, “রাষ্ট্রপুঞ্জ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। আপনি যদি রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এই রক্তপাত বন্ধ না করেন বা করতে না পারেন, তাহলে আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে, রাষ্ট্রপুঞ্জ কীসের জন্য?’‌ গাজা ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পর্কেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আধানম বলেন, ‘‌আলোচনা যথেষ্ট নয়। প্রস্তাব যথেষ্ট নয়। বিবৃতিও যথেষ্ট নয়। আপনাকে অবশ্যই এই মুহূর্তে পদক্ষেপ নিতে হবে এখনই।’‌  প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলায় ইতিমধ্যে গাজায় ১২ হাজারের বেশি প্যালেস্তাইনি মারা গেছেন।