আজকাল ওয়েবডেস্ক:‌ উপস্থিত বুদ্ধির জোর। ডাকাত দলকে প্রতিহল করলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের অমৃতসরে। ওই মহিলার স্বামীর সোনার দোকান রয়েছে বলে জানা গেছে। 


মহিলার নাম মনদীপ কৌর। ঘটনার দিন মহিলার স্বামী বাড়িতে ছিলেন না। দুই সন্তানকে নিয়ে ওই মহিলা একাই বাড়িতে ছিলেন। আচমকা তিনি দেখতে পান তিন জন দুষ্কৃতী বাড়িতে ঢোকার চেষ্টা করছে। মহিলা তখন ভেজা কাপড় মেলতে গিয়েছিলেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় গোটা বিষয়টিই দেখা গেছে।


মহিলার স্বামী জগজিৎ সিংয়ের সোনার দোকান রয়েছে। তাই ডাকাতরা ডাকাতির জন্য ওই বাড়িকেই বেছে নিয়েছিল। সোমবার সন্ধেয় ওই মহিলা যখন কাপড় শুকোতে যাচ্ছিলেন, দেখতে পান তিন জন মাস্ক পড়ে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এরপরই বাড়ির সদর দরজা তিনি বন্ধ করে দেন। কিন্তু ডাকাতরা ক্রমাগত দরজা ভাঙার চেষ্টা করছিল। তখন ওই মহিলা একটি সোফা এনে দরজার সামনে বসিয়ে দেন। এরপর ওই মহিলা প্রতিবেশিদের খবর দেন। পাশাপাশি জানলা থেকে সমানে দেখতে থাকেন ডাকাতরা পালিয়েছে কিনা। 


সিসিটিভি ফুটেজে আরও দেখা গেছে ডাকাতরা ক্রমাগত দরজা খোলার চেষ্টা করছিল। কিন্তু ওই মহিলা দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়েছিলেন। যাতে ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকতে না পারে। 
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মহিলার উপস্থিত বুদ্ধির তারিফ করা হয়েছে।