আজকাল ওয়েবডেস্ক:‌ দিওয়ালির রাতে কাকা–ভাইপোকে গুলি করে হত্যার অভিযোগ উঠল। এমনকী ১০ বছরের এক নাবালকও গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাজি ফাটাতে গিয়ে খুন হতে হল দু’‌জনকে। 


ঘটনাটি ঘটেছে, দিল্লির শাহদরার বিহারি কলোনি এলাকার। মৃতদের মধ্যে আছেন ৪৪ বছরের আকাশ শর্মা এবং তাঁর ভাইপো ঋষভ শর্মা (‌১৬)‌। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে আকাশের ১০ বছরের পুত্র কৃশ।


পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিহারি কলোনি এলাকায় গুলি চলে। পুলিশ খবর পায় আধ ঘণ্টা পর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’জন আততায়ী বাইকে চড়ে এসেছিল। তাঁদের মধ্যে এক জন বাইক থেকে নেমে আকাশের পায়ে হাঁত দিয়ে প্রণামও করেন। তার পর সরাসরি তাঁর বুকে গুলি চালিয়ে দেন। সামনেই ছিল ঋষভ এবং কৃশ। তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মোট পাঁচ রাউন্ড গুলি চলেছে। 


ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। আকাশের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, হত্যাকারীকে তিনি চেনেন। দীর্ঘ দিন ধরে জমি নিয়ে তাঁদের সঙ্গে বিবাদ চলছিল বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।