আজকাল ওয়েবডেস্ক:‌ আসছে ঘূর্ণিঝড় ‘‌ডানা’‌। আইএমডি জানিয়েছে শুক্রবার ভোররাতে এটি ল্যান্ডফল করতে পারে পুরী ও সাগরদ্বীপের মধ্যে। এই পরিস্থিতিতে তৎপর ওড়িশা প্রশাসন। ইতিমধ্যেই পর্যটকদের পুরী ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। মন্ত্রী সুরেশ পুজারী জানিয়েছেন, ‘‌পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা এখনই পুরী ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে।’‌ 


এমনকী ২৪ ও ২৫ অক্টোবর দর্শনার্থীদের পুরী না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


এদিকে আইএমডি জানিয়েছে ল্যান্ডফলের সময় ডানার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০–১১০ কিলোমিটার। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এদিন গোটা পরিস্থিতি নিয়ে বৈঠক সেরেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্র‌য়োজনীয় নির্দেশ দিয়েছেন। সমস্ত জেলা প্রশাসনকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কারও যাতে প্রাণহানি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সাইক্লোনের জেরে রাস্তা এমনকী বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হতে পারে। দ্রুততার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে।