আজকাল ওয়েবডেস্ক: ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস ও বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী। কয়েক হাজার বছরে কী হতে চলেছে, তা জানিয়ে গিয়েছিলেন এই দু’জনেই। আর তা যদি ধরা হয়, তাহলে ২০২৫ সাল হতে চলেছে অনিশ্চয়তায় ভরা।
১৫৬৬ সালে মারা গিয়েছিলেন ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ত্রাদামুস। কিন্তু তার আগেই বলে গিয়েছিলেন, হাজার হাজার বছর পরেও গোটা পৃথিবীতে কী হতে চলেছে। আর বাবা ভাঙ্গা নামক বুলগেরিয়ার মহিলা ভবিষ্যৎ বক্তাও মারা গিয়েছেন দীর্ঘদিন। কিন্তু এই দু’জনের একাধিক কথা ফলে গেছে।
যেমন হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণ, ২০২২ সালে লন্ডনে অগ্নিকাণ্ড, কিংবা কোভিডের মতো প্যান্ডেমিক। আবার ১৯৬৬ সালে প্রয়াত অন্ধ বাবা ভাঙ্গার বলে যাওয়া ৯/১১ অ্যাটাক, ডায়ানার রহস্যমৃত্যু, এমনকী কৃষ্ণাঙ্গ বারাক ওবামার প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হওয়া যা প্রায় সবই মিলে গেছে।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কথাও ২০২৪ সালে এসে মিলে গেছে। তেমনই ২০২৫ সালেও পৃথিবীতে আসতে চলেছে অন্ধকার। যার মধ্যে আসতে চলেছে একাধিক প্রাকৃতিক বিপর্যয়। তার মধ্যে ব্রাজিলে ঘুমন্ত আগ্নেয়গিরি জ্বলে উঠতে পারে। পাশাপাশি ভয়াবহ বন্যাও হতে চলেছে আগামী বছর। যাতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তবে আলোর দিকও আছে। প্রযুক্তির দিক থেকে আরও উন্নত হতে চলেছে বিশ্ব।
