‌আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণ কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি স্থগিতের পর সে দেশের সীমান্তে সেনা মোতায়েন করল উত্তর কোরিয়া। অত্যাধুনিক অস্ত্র সহ সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত শুক্রবার থেকে উত্তর কোরিয়া সীমান্তের একাধিক স্থানে ক্ষতিগ্রস্ত পুরনো গার্ড পোস্টগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করছে। যার স্বপক্ষে কিছু ছবিও প্রকাশ করেছে তারা। এদিকে, উত্তর কোরিয়া রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছে, কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ জারি রাখবে তারা।  গত সপ্তাহেই আমেরিকা ও তার ‘‌বন্ধু’‌ দেশের কার্যকলাপে নজর রাখতে নজরদারি উপগ্রহ উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।