আজকাল ওয়েবডেস্ক:‌ নয়ডায় ২২ বছর বয়সী এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। এরপর প্রেমিকও গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সে। সুস্থ হলেই ৪২ বছরের প্রেমিককে হেফাজতে নেবে পুলিশ। 
বুধবার রাত দশটা নাগাদ নয়ডার সেক্টর ৬৩ এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’‌জনকেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। দু’‌জনকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান প্রেমিকা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত মহিলার নাম নিশা। বালিয়া জেলার বাসিন্দা নিশা থাকত দিল্লিতে। অভিযুক্ত প্রেমিকের বাড়ি নয়ডায়। গত এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল দু’‌জনের। পুলিশি তদন্তে আরও উঠে এসেছে, গত বুধবার নিশা এসেছিল প্রেমিক ধনঞ্জয় কুমারের বাড়িতে। কোনও বিষয় নিয়ে দু’‌জনের ঝগড়া শুরু হয়। এরপরই ওই কাণ্ড ঘটায় ধনঞ্জয়। কী বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।