আজকাল ওয়েবডেস্ক: ভারতে শতাব্দী প্রাচীন বর্ণভিত্তিক বৈষম্যকেও অতিক্রম করতে পারেনি প্রেম। একজন দলিত মহিলার ভারতীয় পুরুষদের সঙ্গে ডেটিং করার ভয়াবহ ঘটনা ইন্টারনেটে সকলকে হতবাক করে দিয়েছে। তিনি লিখেছেন যে তাঁদের সমান এবং সম্মানজনক সঙ্গী নয় বরং যৌন বস্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। একটি রেডিট পোস্টে, এই মহিলা প্রকাশ করেছেন যে কীভাবে একাধিক পুরুষ ডেটিং জগতে তাঁর প্রবেশের আশা এবং আত্মবিশ্বাসকে ভেঙে দিয়েছেন। যা তুলে ধরেছে যে বর্ণ এখনও দেশে সম্পর্কের উপর কতটা গভীর প্রভাব ফেলে।
মহিলাটি জানিয়েছেন, পুরুষরা প্রথমে তাঁর চেহারা এবং বুদ্ধিমত্তার জন্য তাঁর ঘনিষ্ঠ হতে শুরু করেন। কিন্তু শীঘ্রই তাঁর জাত সম্পর্কে জানতে পেরে তাঁরা আগ্রহ হারিয়ে ফেলেন। জাত সম্পর্কে জানার পরেই তাঁদের আচরণে সম্পূর্ণ পরিবর্তন চলে আসে। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিচ্ছেদের পিছনে পারিবারিক চাপকে একটি বড় অজুহাত হিসেবে তুলে ধরেন।
তরুণী লিখেছেন, "তাঁরা বলতেন, 'তুমি কারণ নও, কিন্তু আমাদের পরিবার কখনোই এটা মেনে নেবে না।' অথবা আরও খারাপ, 'তুমি এমন একজনের যোগ্য যাকে এত কঠিন লড়াই করতে হবে না'।" রেডিট ব্যবহারকারী লিখেছিলেন, কীভাবে তিনি ‘তুমি দলিতের মতো দেখতে নও’ এবং কেবল যৌন বস্তু হিসেবে আচরণের মতো অবমাননাকর মন্তব্যের মুখোমুখি হয়েছিলেন।
আরও পড়ুন: বিশ্বের প্রথম প্লেন হাইজ্যাক হয়েছিল ৭৭ বছর আগে, কারা করেছিল এই দুঃসাহসিক কাজ
"আমাকে বলা হয়েছে যে দলিত মহিলারা 'উদ্দাম', 'বিছানায় দুর্দান্ত', 'আরও খোলা মনের'। আমি কতবার যে ফেটিশাইজড হয়েছি তা গুণে শেষ করা যাবে না। তাঁদের কাছে, আমি উত্তেজনাপূর্ণ, সামাজিক আদর্শ থেকে মুক্তির পথ। আমি এমন একজন যাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা যা, বিয়ে করা যায় না। আমার মনে হতে শুরু করেছে যে আমি এমন একটি ব্যক্তিগত নিয়মের অংশ যা সাবর্ণ পুরুষরা তাঁদের বর্ণের কারও সঙ্গে বিয়ে হওয়ার আগে পালন করে থাকেন। আমি সেই গোপন পর্যায় যার কথা তাঁরা কখনও বলে না, কামের আবরণে মোড়ানো লজ্জা।"
ডেটিং অভিজ্ঞতার পাশাপাশি ক্যারিয়ার গড়তে গিয়ে অপমানের মুখোমুখি হতে হয়েছে ওই তরুণীকে। তিনি জানিয়েছেন, পুরুষরা ধরে নিয়েছিল যে তিনি সাফল্যগুলি পেয়েছেন বর্ণগত সংরক্ষণের জন্যই। তরুণী বলেন, "আমি যেখানে আছি সেখানে থাকার জন্য অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেছি। আমি পড়াশোনা করেছি, ক্যারিয়ার তৈরি করেছি এবং নিজেকে সমর্থন করেছি। কিন্তু তবুও, এটি যথেষ্ট নয়," তিনি লিখেছিলেন। মহিলা আরও ঘোষণা করেছিলেন যে তিনি ডেটিং সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন।
আরও পড়ুন: মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে ব্রিটেন যাচ্ছেন মোদি, চার দিনের সফরে যেতে পারেন মলদ্বীপেও
"আমি ভালোবাসায় বিশ্বাস করা বন্ধ করে দিয়েছি বলে নয়, বরং এই কারণে যে আমি নিজেকে এই ফেটিশ, প্রত্যাখ্যান, মুছে ফেলা এবং যন্ত্রণার চক্রের মধ্যে আটকে রাখতে পারিনি। আমি কারও পরীক্ষা, কারও রোমাঞ্চ, কারও গোপনীয়তা হয়ে থাকতে পারিনি। আমরা কেউ ব্যবহার করতে পারি না। আমরা অন্য কারও জীবনের গোপন ইতিহাস নই।" তিনি আরও বলেন, সকল নারীকে নিজেদের সম্মান এবং মূল্য দেওয়ার আহ্বান জানান।
