আজকাল ওয়েবডেস্ক:‌ নিট নিয়ে বিতর্কের মাঝেই কেন্দ্র জানিয়ে দিল পরীক্ষায় ‘বাড়তি নম্বর’ বা ‘গ্রেস মার্কস’ পাওয়া পরীক্ষার্থীদের নম্বর বাতিল করা হবে। বদলে তাঁদের আরও এক বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র। পরীক্ষার দিন ধার্য্য করা হয়েছে ২৩ জুন। ফল বেরোবে ৩০ জুন। 
প্রসঙ্গত, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ৬৭ জন প্রথম স্থান অধিকার করায় বিতর্ক তৈরি হয়েছিল। এরপর জানা যায়, প্রশ্নপত্র এবং কিছু পরীক্ষাকেন্দ্রে সময় জনিত সমস্যার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১৫৬৩ জন পরীক্ষার্থীকে। র‌্যাঙ্কিং নিয়ে বিতর্ক প্রকাশ্যে আসতেই এই বাড়তি নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠে যায়। মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলায় সুপ্রিম কোর্ট এই ঘটনায় কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছিল। বৃহস্পতিবার একটি হলফনামা দিয়ে কেন্দ্র তাদের বক্তব্য জানায়। সুপ্রিম কোর্টকে কেন্দ্র বলেছে, ১৫৬৩ জন নিট পরীক্ষার্থীকে দেওয়া বাড়তি নম্বর বাতিল করা হবে। এই ১৫৬৩ জন পরীক্ষার্থীর ফলাফল পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, এই ১৫৬৩ জনের রেজাল্ট বাতিল করা হবে। ২৩ জুন ১৫৬৩ জন পরীক্ষার্থীর নতুন করে পরীক্ষা নেওয়া হবে। ফলপ্রকাশ হবে ৩০ জুন। এমবিবিএস, বিডিএস এবং অন্যান্য মেডিক্যাল পাঠক্রমে ভর্তির কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই থেকে।