আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই। ইতিমধ্যেই প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন শান্ত। বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এখন বিদেশে রয়েছেন। তিনি দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শান্তকে সব ঘরানার ক্রিকেটে অধিনায়ক ঘোষণা করেছিল বাংলাদেশ। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবেই এই সিদ্ধান্ত। কিন্তু শান্ত নেতৃত্ব ছেড়ে দিতে চাইছেন। এদিকে, বিসিবির তরফে বলা হয়েছে, ‘‌শান্ত নেতৃত্ব ছাড়তে চাইছে। একথা আমাদের জানিয়েছে।’‌


তিনি যে নেতৃত্ব ছাড়তে চাইছেন একথা স্বীকার করেছেন শান্তও। তবে সূত্রের খবর, বোর্ডের তরফে তাঁকে থেকে যাওয়ার কথা বলা হবে। 


এটা ঘটনা, ২০২৪ টি২০ বিশ্বকাপের পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত। এন সব ঘরানা থেকেই অবসর নিতে চান। তার অধিনায়কত্বে বাংলাদেশ ৯টি টেস্টের মধ্যে জিতেছে তিনটি। হেরেছে ছটি। তার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় রয়েছে। নয় একদিনের ম্যাচে জয় তিন। হার ছয়। আর টি২০ ক্রিকেটে ২৪ ম্যাচের মধ্যে জয় দশটিতে।


তবে বোর্ড সূত্রে খবর শান্ত না চাইলে জোর করা হবে না। সেক্ষেত্রে টেস্ট ও একদিনে অধিনায়ক করা হতে পারে মেহেদি হাসান মিরাজকে। আর টি২০ তে তৌহিদ হৃদয়কে।