আজকাল ওয়েবডেস্ক: রেললাইনের ধার থেকে উদ্ধার হল মা ও মেয়ের দেহ। ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় মালদার কৃষ্ণপল্লি এলাকায়। এদিন সকালে রেললাইনের পাশে দুটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। জানা যায়, মৃত মহিলার নাম চুমকি গুপ্ত হালদার। তাঁর স্বামী সুব্রত হালদার। পেশায় স্কুল শিক্ষক। মালদা শহরের নিউ বাঁশবাড়ি এলাকার বাসিন্দা তাঁরা। কী–কারণে মা ও মেয়ের এই মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে। মৃত মহিলার স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।
