আজকাল ওয়েবডেস্ক:‌ ফেসবুক লাইভে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নদিয়ার মুরুটিয়া থানা এলাকার কাগজিপাড়া গ্রামে। জানা গেছে, ঘরের দরজা আটকে পেট্রল ছড়িয়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন উত্তম বিশ্বাস। জানা গেছে জমি–জমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ফেসবুক লাইভ করতে করতে ঘরের ভিতর থেকে দরজা আটকে সারা ঘরে বেশ কয়েক লিটার পেট্রল ছড়িয়ে, গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে আগুন লাগিয়ে দেন উত্তম বিশ্বাস। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। অগ্নিকাণ্ডে উত্তমের দেহ প্রায় পুড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, উত্তম দেশের বাইরে কাজ করত। বেশ কিছুদিন হল সে বাড়ি ফিরে আসে। তারপর থেকেই জমি–জমা নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা শুরু।